বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর পরিকল্পনা বিতর্কিত প্রার্থী বদলের সিদ্ধান্ত বিএনপির, নির্বাচনী প্রচার কৌশল নির্ধারণ বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন ◾ডা. জাহিদ তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে : আইন উপদেষ্টা ধামরাইয়ে ৭টি ইটভাটা ও একটি টায়ার কারখানায় অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা তফসিলের পরই কঠোর ভূমিকা চায় ইসি আতঙ্ক নয়, সতর্ক থাকা জরুরি

ধামরাইয়ে যুবক হত্যা,আটক ৩

মোঃ সালাউদ্দিন,ধামরাইঃ
ঢাকা জেলা অন্তর্গত ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের ঘটনায় শাকিল হোসেন (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সিংশ্রী বাজারের পাশে দক্ষিণ খাগাইল গ্রামে এ ঘটনা ঘটে।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শাকিল হোসেন মারা যান। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শাকিল দক্ষিণ খাগাইল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

নিহতের স্বজনদের কাছ থেকে জানা গেছে,খাগাইল গ্রামের মুকুল,রুবেল, স্বপন গংদের সাথে শাকিল হোসেন গংদের জমি নিয়ে একাধিক মামলাসহ বিরোধ চলে আসছিল। এ অবস্থায় শকিল হোসেন খাগাইল গ্রামের সাবেক ইউপি সদস্য নির্মল কুমারের বাড়িতে শুক্রবার রাত ১০টার দিকে পূজামণ্ডপের ডিউটি শেষে (ভিডিপি সদস্য) বাড়ি ফেরার পথে সিংশ্রী বাজারের পাশে তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে তার মাথা ও বুকে জখম হয়। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে তাকে মুমূর্ষু অবস্থায় ওই রাতেই ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যায়। এ ঘটনায় নিহতের মামা সোহরাব হোসেন বাদি হয়ে ধামরাই থানায় ১২জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধে শাকিলকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ১২জনের নামে মামলা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও ধরার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত