বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
মোঃ সালাউদ্দিন ধামরাই,ঢাকাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল বাজতে শুরু করেছে। নির্বাচন কমিশন (ইসি) এরই মধ্যে তাদের সিংহভাগ প্রস্তুতি শেষ করেছে। দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটের চূড়ান্ত তারিখ জানার জন্য। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই, বিশেষ করে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে পারে বহুল প্রতীক্ষিত এ নির্বাচন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, মোটাদাগে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির মধ্যে থাকে মূলত ছবিসহ একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়ার মতো কাজগুলো। এর মধ্যে ছবিসহ ভোটার তালিকা তৈরি, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজগুলো শেষ হয়েছে। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের কাজ শেষ হবে আগস্টে। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধিত খসড়া প্রস্তুত হয়েছে। সাংবাদিক, পর্যবেক্ষক ও ভোটকেন্দ্র নীতিমালা চূড়ান্ত হয়েছে। ভোটের প্রয়োজনীয় কেনাকাটা শেষ হবে সেপ্টেম্বরে। ভোটকেন্দ্র স্থাপন, ভোটের প্রয়োজনীয় কেনাকাটা, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণসহ বেশ কিছু কাজ নির্বাচনের তফসিল ঘোষণার পরই শেষ করতে হয় নির্বাচন কমিশনকে।
ইসির আরও ৫২ কর্মকর্তা বদলি ‘বাগেরহাটের আসন বিলুপ্তির সিদ্ধান্ত না বদলালে ইসি ঘেরাও করা হবে’ ১০০ আসনে হবে সংসদের উচ্চকক্ষ, পিআর পদ্ধতিতে সদস্য মনোনয়ন সাতক্ষীরায় সীমানা পুননির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ
ইসি জানিয়েছে, আগামী রমজানের আগেই নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে সরকারের ইতিবাচক মনোভাব থাকায় সেভাবেই প্রস্তুতি নিচ্ছে ইসি। ফলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন করতে চায় কমিশন। ফেব্রুয়ারির শুরুতে ভোটগ্রহণের লক্ষ্যমাত্রা ঠিক করে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ৬০ দিনের মতো সময় হাতে রেখে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন একদিকে নিজেদের প্রস্তুতি পুরোদমে সারছে, অন্যদিকে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায়।
তারা বলছেন, ফেব্রুয়ারি মাসের দুটি তারিখ ৫ ও ১২ সামনে রেখে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। তবে সবচেয়ে বেশি যে তারিখ নিয়ে আলোচনা হচ্ছে তা হলো ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।
কমিশন মনে করে, এবার ব্যাপক হারে মানুষ ভোট দেবে। এজন্য ভোটের পর দুদিন ছুটি রাখার পরিকল্পনা করা হচ্ছে। ফলে সপ্তাহের শেষদিন ভোটগ্রহণ করতে চায় ইসি।