বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে রাজধানীতে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা

প্রতিদিন ডেস্কঃ
প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার লন্ডন থেকে দেশ ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তারেক রহমানের নিরাপদ আগমন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সব সংস্থাকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বলেন, ‘তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই তার নিরাপত্তায় পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে। ’

পুলিশ সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর তারেক রহমানের যাতায়াতের সময় পুলিশি পাহারাসহ বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। তার বাসভবন ও অফিসেও নিরাপত্তা জোরদার করা হবে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পথে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং নিরাপত্তায় মাঠে থাকবেন ডিএমপির সোয়াট টিমের সদস্যরাও।

ডিএমপি আরও জানা গেছে, স্বদেশ প্রত্যাবর্তনের দিন ঢাকা মহানগরজুড়ে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন রাজধানীতে সম্ভাব্য বড় জনসমাগম শৃঙ্খলাবদ্ধ রাখতে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত