শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
প্রতিদিন ডেস্কঃ
সবকিছু ঠিক থাকলে আগামীকাল উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কারিগরি ত্রুটির কারণে কাতারের আমিরের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি সময়মতো ঢাকায় পৌঁছাতে না পারায় গতকাল পূর্বনির্ধারিত সময়ে লন্ডন যেতে পারেননি তিনি। আজ কাতার সরকারের পক্ষ থেকে জার্মানির একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা রয়েছে। জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় আসবে এ বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি।
তবে এখনো এয়ার অ্যাম্বুলেন্স নামার অনুমতি চাওয়া হয়নি। এটি ঢাকায় আসার পর আগামীকাল লন্ডনের উদ্দেশে খালেদা জিয়াকে নিয়ে যাত্রা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি ফ্লাই করতে পারবেন কি না অথবা ফ্লাই করার মতো শারীরিক অবস্থা তাঁর আছে কি না-সে ব্যাপারে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকরা নিশ্চিত করলেই কেবল এয়ার অ্যাম্বুলেন্সে উঠবেন বেগম খালেদা জিয়া।
মির্জা ফখরুল আরও বলেন, কারাগার থেকেই তাঁর রোগের সূচনা।
চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হন তিনি। নেত্রীর সুস্থতা কামনায় মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার জন্যও অনুরোধ করেছেন তিনি।
এদিকে গতকাল সকালে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। পরে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং মেডিকেল বোর্ডের দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
আড়াই ঘণ্টারও বেশি সময় চিকিৎসার যাবতীয় খুঁটিনাটি তথ্য সংগ্রহের পর ধানমন্ডিতে তাঁর মায়ের বাসায় যান। রাতে আবার খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে আসেন। সবকিছু ঠিক থাকলে এবং আজকের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছালে আগামীকালের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এর আগে যান্ত্রিক/কারিগরি ত্রুটির কারণে কাতারের আমিরের দেওয়া বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় না আসায় চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রক্রিয়া পিছিয়ে যায়। এখন কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে অন্য একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স আজ ঢাকায় পৌঁছার কথা।
ফলে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি পিছিয়ে যায়।