রবিবার, ০৬ Jul ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি যোগাবে : প্রধান উপদেষ্টা ঢাকার দোহারে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা শেখ হাসিনার প্রতি আচরণ বদলাচ্ছে ভারতের মিডিয়া বাংলাদেশ থেকে ৩ পণ্য আমদানি নিষিদ্ধ করলো ভারত সিএনএন ও নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বরখাস্তের দাবি ট্রাম্পের তিন জাতীয় নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি গঠন এখন ‘মব জাস্টিস’ নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে: তারেক রহমান ২০১৮ সালের নির্বাচন ◼️শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের তথ্য চেয়ে ইসিতে দুদকের চিঠি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংসপ্রাপ্ত’, দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডিজেলের দাম কমলো লিটারে ২ টাকা, পেট্রল-অকটেনে ৩ টাকা

কোটা আন্দোলনে সংকটে বিএনপি

প্রতিদিন ডেস্কঃ
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নতুন করে সংকটে পড়েছে বিএনপি। ইন্টারনেট বন্ধ থাকায় নেতা-কর্মীদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তারা। গণহারে গ্রেফতার করা হচ্ছে দলটির নেতা-কর্মীদের। এ গ্রেফতার এড়াতে ফের আত্মগোপনে থাকতে হচ্ছে সদ্য কারামুক্ত নেতাদের।

স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকও করতে পারছেন না দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্যরা। দলীয় কার্যালয় বন্ধ। স্থবির হয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রম। সব মিলে পঞ্চমুখী সংকটে পড়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি।

গণ গ্রেফতারের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত সরকারের হিসাবেই বিরোধী দলের প্রায় ৩ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জার। এ ছাড়া গ্রেপ্তারকৃত নেতা-কর্মীকে গুম করে রেখে নির্যাতন চালিয়ে তিন/চার কিংবা পাঁচ দিন পর আদালতে হাজির করা হচ্ছে। যা আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
দেশের নাগরিকদের গুম করে রাখার ভয়াবহ সংস্কৃতি চালু রেখে মানুষের মনে ভীতি সঞ্চার করা হচ্ছে। সরকারকে এ ধরনের রোমহর্ষক কর্মকান্ড পরিহারের আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে থেকেই মামলায় জর্জরিত প্রায় সব নেতা-কর্মী। এখন আবারও নেতা-কর্মীদের নামে মামলা হচ্ছে। চলছে গ্রেফতার অভিযান।

এরই মধ্যে অর্ধশত কেন্দ্রীয় নেতাসহ ৩ হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এড়াতে নিজেদের বাসাবাড়িতে না থেকে আত্মগোপনে রয়েছেন তারা। এমন পরিস্থিতিতে সাংগঠনিক কর্মকান্ডেও দেখা দিয়েছে স্থবিরতা। ইন্টারনেট বন্ধ থাকায় নেতা-কর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন। ফলে তারা ভার্চুয়াল সভাও করতে পারছেন না। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা লাগানোয় আরও জটিলতায় পড়েছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। তবে বিভিন্ন মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহত, আহত, নিখোঁজ, গ্রেফতার ও মামলার আসামি হওয়া নেতা-কর্মীর তালিকা করার কাজ চলছে বলে জানা যায়।
বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের আন্দোলন ও আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, আহত, গ্রেফতারের তথ্যসহ বিস্তারিত ঢাকার বিদেশি কূটনীতিকদের অবহিত করবে বিএনপি। এ নিয়ে দলটির একটি টিম তথ্য সংগ্রহ করছে। আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলোয় ওই তথ্যাদি পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত