রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
প্রতিদিন ডেস্কঃ
২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে সাংবিধানিক এই সংস্থাটি। এজন্য সংসদীয় আসনের খসড়া; ভোটার তালিকার খসড়া ও নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রমও এগিয়ে নিচ্ছে কমিশন। এ উপলক্ষে আগামী সপ্তাহে রোডম্যাপ প্রকাশ করবে ইসি।
নির্বাচনি কাজের সময়ভিত্তিক বাস্তবায়নসূচি থাকবে এ রোডম্যাপে।
গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘নির্বাচনি কাজের সময়ভিত্তিক বাস্তবায়নসূচি থাকবে এ রোডম্যাপে। এ নিয়ে আমরা আলোচনা করেছি।
আশা করছি আগামী সপ্তাহে নির্বাচনি রোডম্যাপ দিতে পারবো।