শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানের পাশে দাঁড়াল সৌদি আরব পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে তারেক রহমানের সঙ্গে ১২–দলীয় জোটের নেতাদের সাক্ষাৎ নিজ নাগরিকদের ‘এ মুহূর্তে’ ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র কখনো যাতে ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে◾প্রধান উপদেষ্টা খামেনির রেড এলার্ট, প্রস্তুত ইরানের সব বাহিনী বিড়িতে সুখ টানের মধ্যেও দাঁড়িপাল্লায় ভোট চাইতে বলা প্রার্থীকে শোকজ শৈত্যপ্রবাহ নিয়ে অবশেষে স্বস্তির বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১৫ শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদফতর

ইসরায়েলি চার জিম্মি মুক্ত করতেই আরেক গণহত্যা!

প্রতিদিন ডেস্কঃ
গাজার নুসাইরাত শরণার্থীশিবিরে ৮ জুন অভিযানের সময় ইসরায়েলের সেনাবাহিনী কমপক্ষে ২৭৪ জন ফিলিস্তিনিকে হত্যা করে। আহত করে ৭০০ জনের বেশি ফিলিস্তিনিকে।

সংশ্লিষ্ট আন্তর্জাতিক সম্প্রদায়গুলো এ গণহত্যায় যথারীতি দায়সারাগোছের প্রতিক্রিয়া জানিয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল সর্বশেষ ইসরায়েলি ‘বেসামরিক গণহত্যার’ নিন্দা জানিয়ে বলেন, ‘এই রক্তস্নান অবশ্যই দ্রুত বন্ধ করতে হবে।’

এই গণহত্যার মাধ্যমে হামাসের হাতে বন্দী চারজন জিম্মিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইসরায়েলিরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয় আনন্দে আত্মহারা হয়ে আত্ম–অভিনন্দনের বন্যা বইয়ে দিচ্ছেন এবং ধুমধামের সঙ্গে গণহত্যা উদ্‌যাপন করছেন। ইন্টারনেট ভেসে যাচ্ছে সেই উদ্ধার অভিযানের আবেগঘন বর্ণনায় এবং স্বজনদের সঙ্গে মুক্ত হয়ে আসা ব্যক্তিদের কান্নাজড়িত পুনর্মিলনের ছবি ও ভিডিওতে।

প্রকৃতপক্ষে, মাত্র আট মাসের যুদ্ধে আনুষ্ঠানিকভাবে গাজার ৩৭ হাজার লোককে হত্যা করেছে ইসরায়েল। এই যুদ্ধে ফিলিস্তিনিদের জীবনের প্রতি নির্লজ্জ অবজ্ঞা দেখিয়ে যাওয়া হচ্ছে।

এমন একটা যুদ্ধের প্রেক্ষাপট বিবেচনায় নিলে ফিলিস্তিনিদের মৃত্যু কতটা আর মনোযোগ কাড়তে পারে। ধুলায় মিশে যাওয়া গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকদের ধরা হলে এই যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা যে আরও অনেক বেশি, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত