মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
বাংলাদেশ থেকে ৩ পণ্য আমদানি নিষিদ্ধ করলো ভারত সিএনএন ও নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বরখাস্তের দাবি ট্রাম্পের তিন জাতীয় নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি গঠন এখন ‘মব জাস্টিস’ নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে: তারেক রহমান ২০১৮ সালের নির্বাচন ◼️শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের তথ্য চেয়ে ইসিতে দুদকের চিঠি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংসপ্রাপ্ত’, দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডিজেলের দাম কমলো লিটারে ২ টাকা, পেট্রল-অকটেনে ৩ টাকা জিয়াউর রহমানের আজ ৪৪তম শাহাদতবার্ষিকী সংস্কারবিরোধী আমলাদের অপসারণে কর্মসূচি ঘোষণা বাজারে আসছে নতুন নোট, পাওয়া যাবে যেদিন থেকে

ইশরাকের কর্মসূচি ৪৮ ঘণ্টা স্থগিত, ‘সরকারের অবস্থান’ দেখে সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্টঃ
বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র শপথের দাবিতে চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করে তিনি বলেছেন, ‘আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখব এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সরকারের অবস্থান পর্যবেক্ষণ করব। তারা কী করে, তা দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত ও কর্মসূচি ঘোষণা করা হবে।’

আজ বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর কাকরাইলে নেতা-কর্মীদের কর্মসূচিতে যোগ দিয়ে এই ঘোষণা দেন ইশরাক।

তিনি বলেন, ‘আমরা আশা করব, এই অন্তর্বর্তীকালীন সরকার আর এক মুহূর্তও কালক্ষেপণ না করে আদালতের রায় বাস্তবায়ন করবে এবং জনগণের সামনে আগামী দিনের এজেন্ডা তুলে ধরবে।’

দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ বিষয়ে তিনি বলেন, ‘গতকাল আমি একটি ঘোষণা দিয়েছিলাম—বর্তমান সরকারের মধ্যে দুজন ছাত্র প্রতিনিধি রয়েছেন, যারা সরাসরি একটি নতুন রাজনৈতিক দলের সংগঠক হিসেবে কাজ করছেন। আমি বলেছিলাম, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আজ আমি সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করছি—তাদের পদত্যাগ ছাড়া এই আন্দোলন বন্ধ হবে না। পরিষ্কারভাবে বলতে চাই: আদালতের রায় ও মেয়রের শপথ—এ দুটি বিষয় আলাদা। রায় বাস্তবায়ন হলেও, আমাদের প্রথম দাবিটি—ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের পদত্যাগ—তা অটল থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা পর্যবেক্ষণে থাকব—সরকার ধানের শীষের প্রার্থীর সঙ্গে কী ধরনের আচরণ করে। আমরা দেখছি, নতুন একটি রাজনৈতিক দল এই বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য, ভুল আইনি ব্যাখ্যা ছড়াচ্ছে। আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন এবং দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। দেশের জনগণ সেটাই দেখতে ও শুনতে চায়।’

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত