শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ
বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র শপথের দাবিতে চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করে তিনি বলেছেন, ‘আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখব এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সরকারের অবস্থান পর্যবেক্ষণ করব। তারা কী করে, তা দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত ও কর্মসূচি ঘোষণা করা হবে।’
আজ বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর কাকরাইলে নেতা-কর্মীদের কর্মসূচিতে যোগ দিয়ে এই ঘোষণা দেন ইশরাক।
তিনি বলেন, ‘আমরা আশা করব, এই অন্তর্বর্তীকালীন সরকার আর এক মুহূর্তও কালক্ষেপণ না করে আদালতের রায় বাস্তবায়ন করবে এবং জনগণের সামনে আগামী দিনের এজেন্ডা তুলে ধরবে।’
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ বিষয়ে তিনি বলেন, ‘গতকাল আমি একটি ঘোষণা দিয়েছিলাম—বর্তমান সরকারের মধ্যে দুজন ছাত্র প্রতিনিধি রয়েছেন, যারা সরাসরি একটি নতুন রাজনৈতিক দলের সংগঠক হিসেবে কাজ করছেন। আমি বলেছিলাম, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আজ আমি সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করছি—তাদের পদত্যাগ ছাড়া এই আন্দোলন বন্ধ হবে না। পরিষ্কারভাবে বলতে চাই: আদালতের রায় ও মেয়রের শপথ—এ দুটি বিষয় আলাদা। রায় বাস্তবায়ন হলেও, আমাদের প্রথম দাবিটি—ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের পদত্যাগ—তা অটল থাকবে।’
তিনি আরও বলেন, ‘আমরা পর্যবেক্ষণে থাকব—সরকার ধানের শীষের প্রার্থীর সঙ্গে কী ধরনের আচরণ করে। আমরা দেখছি, নতুন একটি রাজনৈতিক দল এই বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য, ভুল আইনি ব্যাখ্যা ছড়াচ্ছে। আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন এবং দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। দেশের জনগণ সেটাই দেখতে ও শুনতে চায়।’