বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।

অতিরিক্ত ভাড়া আদায়ে জনসাধারণে অসন্তোষ

কাজী মিজানুর রহমান,ধামরাই (ঢাকা ) প্রতিনিধিঃ
ঢাকার ধামরাই ঢুলিভিটা হইতে ধানতারা পযর্ন্ত মাএ ষোল কিঃ মিঃ দুরত্ব।প্রতিদিন এইরাস্তা দিয়া হাজার হাজার লোক যাতায়াত করে থাকে।এলাকার গন‍্যমান‍্য ব‍্যাক্তি বর্গের উপস্থিতিতে এবংউপজেলা প্রশাসনের কর্মকর্তা গন বিগত দিনের ১৬ (ষোল)কিলো রাস্তার ভাড়া নির্ধারণ করে দেন ঢুলিভিটা হইতে ধানতারা পযর্ন্ত ৪০ (চল্লিশ )টাকা।
এই ভাবেই ভাড়া দিয়ে সাধারণ লোক জন যাতায়াত করে আসছেন প্রতিনিয়ত। হঠাৎ করে বিগত কয়েক দিন যাবদ শুধু মাত্র ধানতারা হাট পযর্ন্ত সিএনজি মালিক পক্ষ বা ড্রাইভার গন চল্লিশ টাকা ভাড়ার স্থলে( ৫০ )পঞ্চাশ টাকা করে ভাড়া উত্তোলন করতেছে। এ নিয়ে প্রতিদিন যাত্রীদের সংগে ড্রাইভারদের কথা কাটাকাটি এমন কি মারামারির উপক্রম হয়ে যায় প্রতিদিন।
এ ব‍্যাপারে এলাকার সাধারণ যাত্রী গন ভাড়া বাড়ানোর কথা জিজ্ঞেস করলে ড্রাইভার গন জানান আমরা মালিক পক্ষও ড্রাইভারা সকলে মিলে মিশে ভাঙ্গা রাস্তার মেরামতের কাজ করেছি। সরে জমিনে গিয়ে রাস্তা মেরামতের কোন কাজের হদিস মিলেনি ।
এবংআরো বলতে থাকে আমাদের বিভিন্ন মহলের নেতাদের মাসিক চাদা দিতে হয়। হাইওয়ে থানায় ও মাসিক চাদা দিতে হয়।
সে জন‍্য আমরা

প্রতিজন যাত্রীর কাছ থেকে দশ টাকা করে বাড়তি ভাড়া উঠাইতেছি।তবে এইটা একটা ওজুহাত মাত্র। সরে জমিনে তদন্ত করলেই দেখা যাবে কত হাজার টাকার কাজ করেছে। এ ব‍্যাপারে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকা বাশী এবং সঠিক ভাড়া নির্ধারণ করার জন‍্য জোর সুপারিশ ও করছেন স্থানীয় গন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত