মঙ্গলবার, ২২ Jul ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নির্বাচন প্রস্তুতির নির্দেশনায় ড. ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল ৫ সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছিল ইসরাইল পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি যোগাবে : প্রধান উপদেষ্টা ঢাকার দোহারে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা শেখ হাসিনার প্রতি আচরণ বদলাচ্ছে ভারতের মিডিয়া বাংলাদেশ থেকে ৩ পণ্য আমদানি নিষিদ্ধ করলো ভারত সিএনএন ও নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বরখাস্তের দাবি ট্রাম্পের তিন জাতীয় নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি গঠন এখন ‘মব জাস্টিস’ নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে: তারেক রহমান

অতিরিক্ত ভাড়া আদায়ে জনসাধারণে অসন্তোষ

কাজী মিজানুর রহমান,ধামরাই (ঢাকা ) প্রতিনিধিঃ
ঢাকার ধামরাই ঢুলিভিটা হইতে ধানতারা পযর্ন্ত মাএ ষোল কিঃ মিঃ দুরত্ব।প্রতিদিন এইরাস্তা দিয়া হাজার হাজার লোক যাতায়াত করে থাকে।এলাকার গন‍্যমান‍্য ব‍্যাক্তি বর্গের উপস্থিতিতে এবংউপজেলা প্রশাসনের কর্মকর্তা গন বিগত দিনের ১৬ (ষোল)কিলো রাস্তার ভাড়া নির্ধারণ করে দেন ঢুলিভিটা হইতে ধানতারা পযর্ন্ত ৪০ (চল্লিশ )টাকা।
এই ভাবেই ভাড়া দিয়ে সাধারণ লোক জন যাতায়াত করে আসছেন প্রতিনিয়ত। হঠাৎ করে বিগত কয়েক দিন যাবদ শুধু মাত্র ধানতারা হাট পযর্ন্ত সিএনজি মালিক পক্ষ বা ড্রাইভার গন চল্লিশ টাকা ভাড়ার স্থলে( ৫০ )পঞ্চাশ টাকা করে ভাড়া উত্তোলন করতেছে। এ নিয়ে প্রতিদিন যাত্রীদের সংগে ড্রাইভারদের কথা কাটাকাটি এমন কি মারামারির উপক্রম হয়ে যায় প্রতিদিন।
এ ব‍্যাপারে এলাকার সাধারণ যাত্রী গন ভাড়া বাড়ানোর কথা জিজ্ঞেস করলে ড্রাইভার গন জানান আমরা মালিক পক্ষও ড্রাইভারা সকলে মিলে মিশে ভাঙ্গা রাস্তার মেরামতের কাজ করেছি। সরে জমিনে গিয়ে রাস্তা মেরামতের কোন কাজের হদিস মিলেনি ।
এবংআরো বলতে থাকে আমাদের বিভিন্ন মহলের নেতাদের মাসিক চাদা দিতে হয়। হাইওয়ে থানায় ও মাসিক চাদা দিতে হয়।
সে জন‍্য আমরা

প্রতিজন যাত্রীর কাছ থেকে দশ টাকা করে বাড়তি ভাড়া উঠাইতেছি।তবে এইটা একটা ওজুহাত মাত্র। সরে জমিনে তদন্ত করলেই দেখা যাবে কত হাজার টাকার কাজ করেছে। এ ব‍্যাপারে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকা বাশী এবং সঠিক ভাড়া নির্ধারণ করার জন‍্য জোর সুপারিশ ও করছেন স্থানীয় গন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত