শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মার্কেট কমিটি ২০২৫ স্টারলিংকে আড়ি পাতার সুযোগ রেখে বিটিআরসির নতুন নির্দেশিকা দল-সংগঠন নিষিদ্ধের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা তবে কি যুদ্ধে মোড় নিচ্ছে ভারত-পাকিস্তান সংঘাত? নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ জনজোয়ারে ফিরছেন খালেদা জিয়া ধামরাইয়ে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবন থেকে যুবকের লাশ উদ্ধার হাজারো মানুষের মিলনমেলায় পালিত ১৫তম বার্ষিক রশিটান খেলা ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা খন্দকার আবু আশফাক ভাইয়ের সাথে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের ঈদ শুভেচ্ছা বিনিময়

বেনজীরকে আবারো ডেকেছে দুদক

প্রতিদিন ডেস্কঃ
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে আবারো ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৩ জুন) সকাল ১০টায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাকে। তবে তিনি ওইদিন ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হবেন কিনা– এটি নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া তিনি বিদেশ থেকে দেশে পৌঁছেছেন কিনা তাও জানা সম্ভব হয়নি।

জানা গেছে, বেনজীর আহমেদ গত ৪ মে স্বপরিবারে দেশ ত্যাগ করেছেন। এর আগে তাকে গত ৬ জুন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। বিদেশে অবস্থান করায় তিনি ওইদিন দুদকে হাজিন হননি। পরে তিনি সময় চেয়ে আবেদন করলে তাকে ১৬ দিনের সময় দিয়ে রবিবার ডাকা হয়েছে। এছাড়া বেনজীরের স্ত্রী জিসান মির্জা, দুই মেয়ে– ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাশিন রাইসা বিনতে বেনজীরকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী সোমবার ডাকা হয়েছে। তারাও বেনজীরের সঙ্গে গত ৪ মে দেশ ত্যাগ করেছেন। জিজ্ঞাসাবাদে অংশ নিতে তারা দেশে এসেছেন কিনা– এটিও নিশ্চিত হওয়া যায়নি।

বেনজীরের পরিবারের এই তিন সদস্যকে এর আগে গত ৯ জুন জিজ্ঞাসাদাদের জন্য ডাকা হয়েছিল। বিদেশে থাকায় তারাও নির্ধারিত তারিখে হাজির হতে পারেননি। পরে তারা সময় চেয়ে আবেদন জানালে তাদেরকে ১৪ দিন সময় দিয়ে সোমবার ডাকা হয়েছে।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে ২০২০ সালের ১৪ এপ্রিল র‌্যাবের মহাপরিচালক ছিলেন। এরপর ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক পদে দায়িত্ব পালন করেন। এই দুই মেয়াদের দায়িত্ব পালনকালে অঢেল সম্পদের মালিক হন বলে দুদকের তদন্তে উঠে এসেছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত