শনিবার, ১০ মে ২০২৫, ১১:১১ অপরাহ্ন
প্রতিদিন ডেস্কঃ
প্রযোজকের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পাওয়া নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী এষা গুপ্ত। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এষার একাধিকবার অনৈতিক প্রস্তাব পাওয়ার ঘটনা। তবে বুদ্ধি করে পরিস্থিতি ঠিকই সামলে নিয়েছেন তিনি।
এষা গুপ্ত জানান, ক্যারিয়ারে বেশ কয়েকবার অনৈতিক প্রস্তাব পেয়েছেন তিনি। একবার তাঁকে এ ধরনের প্রস্তাব দেন সিনেমার সহ–প্রযোজক। প্রস্তাব পাওয়ামাত্রই ওই সিনেমার শুটিং শেষ না করেই ফিরে আসেন এষা। পরে প্রযোজকও ছবি থেকে এষাকে বাদ দেন।
অভিনেত্রীর দাবি, ওই ঘটনার পর অনেক প্রযোজক, পরিচালকই তাঁকে সিনেমায় নেননি। এষার ভাষ্যে, ‘ওই প্রযোজক আমাকে বলেন, “কিছু না করতে পারলে তোমাকে ছবিতে নিয়ে লাভ কী।” ওই ঘটনার পর আমি অনেকগুলো কাজের সুযোগ হারাই।’
আরেকটি ঘটনার উদাহরণ দিয়ে এষা জানান, একবার আউটডোর শুটিংয়ের সময় প্রযোজক তাঁকে ফাঁদে ফেলতে চেয়েছিলেন।
এরপর কী হয়েছিল তা শোনা যাক অভিনেত্রীর মুখেই, ‘তিনি ভেবেছিলেন, আউটডোর শুটিংয়ে হয়তো সুযোগ নেওয়া সহজ হবে। কিন্তু আমিও কম বুদ্ধি রাখি না। তাঁকে বলে দিই আমি একা ঘুমাচ্ছি না, আমার রুমে মেকআপশিল্পীও আছেন।’
ক্যারিয়ারে নানা সময়ে অনৈতিক প্রস্তাব পাওয়ার ঘটনা প্রকাশ করলেও কোন প্রযোজক তাঁকে এমন প্রস্তাব দিয়েছিলেন, তা অবশ্য জানাননি এই অভিনেত্রী।
২০১২ সালে ‘জান্না ২’ দিয়ে অভিষেক হয় এষা গুপ্তর। এরপর আরও দু-একটি সিনেমা করলেও পরের দিকে আর সেভাবে কাজ পাননি তিনি।
তবে গত বছর ওয়েব সিরিজ ‘আশ্রম’ দিয়ে নজর কাড়েন। এখন বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত তিনি।