বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
কাজী মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
ধামরাইয়ে আওয়ামিলীগের সভানেত্রী শেখ হাসিনার স্বড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ।
গতকাল রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিনের নির্দেশে ঢাকা আরিচা মহাসড়কের পাশে ধামরাই থানা বাসষ্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির নেতা কর্মীরা আওয়ামিলীগের সভানেত্রী শেখ হাসিনার স্বড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে । এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন , ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম , পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক , সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন ও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাউদ হোসেন প্রমুখ । বিক্ষোভ মিছিলটি থানা বাসস্ট্যান্ড থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় ।