বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
আরমান হোসেন খান,চীফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাইয়ে বিনোদন কেন্দ্র আলাদিন পার্ক অ্যান্ড রিসোর্টে অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকল(শুক্রবার) বাদ জুমা আলাদিন পার্ক অ্যান্ড রিসোর্টের সামনে আড়ালিয়া-কুল্লা পাকা সড়কে এলাকাবাসী এই মানববন্ধন করেন।
স্থানীয় এছাক আলীর পুত্র জিল্লুর রহমানের নেতৃত্বে এলাকার শত শত নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রতিবাদ জানান।
কথোপকথন চলাকালেই দেখা গেলো, আলাদিন পার্ক অ্যান্ড রিসোর্টে অসংখ্য কামরা (কক্ষ) রয়েছে, যাতে সুন্দরী মেয়েদের দিয়ে দেহ ব্যবসা ও মাদকের জমজমাট ব্যবসা করা হয়। আবার অনেকে আছে বাইরে থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে রুম ভাড়া নিয়ে আনন্দ ফূর্তি করে চলে যায়। এজন্য তাদের স্বামী-স্ত্রীর কাগজপত্র কিংবা জাতীয় পরিচয়পত্র নেওয়া হয় না। প্রতি রুম ৪-৫ ও ৭ হাজার টাকায় ভাড়া দেওয়া হয়।