বুধবার, ০৭ মে ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।

তীব্র গরমে সৌদিতে ১৯ হজযাত্রীর মৃত্যু

প্রতিদিন ডেস্কঃ
সৌদি আরবে তীব্র দাবদাহে হিট স্ট্রোকে জর্ডানের ১৪ এবং ইরানের অন্তত পাঁচজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সান স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত আছে বলেও জানায় জর্ডানের মন্ত্রণালয়।

এদিকে চলতি সপ্তাহে মক্কায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এতে খোলা আকাশের নিচে ও পায়ে হেঁটে হজের অনেক আচার-অনুষ্ঠানে বয়স্কদের অংশ নেয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, মাউন্ট আরাফাতের কাছে একটি চিকিৎসাকেন্দ্রে গরমের কারণে ২২৫ জনের অসুস্থ হওয়ার ঘটনা নথিবদ্ধ হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের সরকারি প্রেস এজেন্সি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত