শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।

টাঙ্গাইলে আঞ্চলিক সড়কে ১০ কিলোমিটার যানজট

রাশেদুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধিঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে শুক্রবার (১৪ জুন) সকাল থেকে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। সেই জট এড়াতে ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু-পূর্ব গোলচত্বর দি‌য়ে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়ক ব্যবহার করে যাতায়াত করছে। এতে আঞ্চলিক সড়‌কেও ১০ কিলোমিটার এলাকায় যানজ‌ট সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। চরম ভোগা‌ন্তিতে প‌ড়ে‌ছেন ঈদে ঘরমুখো যাত্রীরা।

স‌রেজ‌মি‌নে দেখা যায়, ঈদ‌কে কেন্দ্র ক‌রে যানবাহন চলাচল স্বাভাবিক কর‌তে এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু-পূর্ব ১৩ কিলোমিটার মহাসড়ক একমু‌খী করা হয়েছে। ফ‌লে ওই সড়‌কে শুধু উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল কর‌ছে। আর উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু-পূর্ব গোলচত্বর দি‌য়ে ঘু‌রি‌য়ে আঞ্চ‌লিক সড়ক ব্যবহার করে যাতায়াত করছে। এতে বঙ্গবন্ধু সেতু-পূর্ব ভুঞাপুর-টাঙ্গাইল ২৯ কিলো‌মিটার সড়‌কের বি‌ভিন্নস্থা‌নে যানজট দেখা দি‌য়ে‌ছে।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে দুপুর ১২টার পর থে‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক হ‌য়। তবে যানবাহনের চাপ রয়েছে ব্যাপক। এ ছাড়া মহাসড়ক ও আঞ্চ‌লিক সড়‌কে যান চলাচল স্বাভা‌বিক রাখ‌তে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সদস্য কাজ করছে।

ঢাকাগামী একটি বাসের সুপারভাইজার জানান, এক ঘণ্টা হলো একইস্থা‌নে দাঁড়িয়ে আছি। ঢাকাগামী সব যানবাহন আঞ্চ‌লিক সড়‌ক দি‌য়ে চলাচল কর‌ছে। এ ছাড়া স্থানীয় গাড়িগুলো বিপরীত দিক থে‌কে আসার কারণে যানজট সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত