শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।

কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের ১৯৭৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিদিন ডেস্কঃ
উৎসব মূখর পরিবেশে পালিত হলো ঢাকা জেলা ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের ১৯৭৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান। গতকাল (বুধবার) নুরজী গার্ডেন এ সকাল ০৯ ঘটিকায় অনুষ্ঠান সূচী শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। দীর্ঘ ৫০ বছর পর প্রাণপ্রিয় শিক্ষক ও শিক্ষার্থীরা মিলনমেলায় আবদ্ধ হতে পেরে আবেগে আপ্লুত হয়। শিক্ষার্থীদের পরিচিতি, কর্মজীবন, সাংসারিক আলাপচারিতায় ছাত্র-শিক্ষক তাদের হারানো স্মৃতিতে ফিরে যান। সাবেক শিক্ষার্থীদের বক্তব্যের পর বক্তব্য প্রদান করেন সাবেক ও বর্তমান শিক্ষক-মোঃ তোফাজ্জল হোসেন,নূর মোহাম্মদ(আলী স্যার),আমিনুর রহমান,আরিফুর রহমান নাসিম এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্বাস আলী সাহেবের দৌহিত্র জনাব আরমান হোসেন খান। অনুষ্ঠানের শেষপর্যায়ে উক্ত বিদ্যালয়ের সকল জীবিত ও মৃত শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য বিশেষ দোয়া করা করা হয়।
ছবিতে বক্তব্য রাখছেন ১৯৭৫ ব্যাচের শিক্ষার্থী-ইমদাদুল খন্দকার(বিদ্যুৎ)।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত