শনিবার, ১৭ মে ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
ডেস্ক রিপোর্টঃ
ঢাকা জেলা অন্তর্গত ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন এর “কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মার্কেট কমিটি ২০২৫” গঠিত হয়েছে। গত ৪মে(রবিবার)সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন ভোটে তিন বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যোৎসাহী জনাব আরমান হোসেন খান। সভাপতির স্বাগত বক্তব্যে আরমান হোসেন খান কার্যনির্বাহী কমিটির সকলকে অভিনন্দন জানান। তিনি মার্কেটের সকল ভোটার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমন্বয়ের মাধ্যমে সকল সমস্যা সমাধানে একযোগে কাজ করার আশা ব্যক্ত করেন।
তিন বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন-মোঃ তোফাজ্জল হোসেনে(সাধারণ সম্পাদক),মোঃ ফিরোজ হোসেন(সাংগঠনিক সম্পাদক),মোঃ হাবিবুর রহমান(কোষাধ্যক্ষ),মোঃ সালাউদ্দিন(দপ্তর সম্পাদক),মোঃ সাইদুল ইসলাম(প্রচার সম্পাদক),মোঃ সোলাইমান হোসেন(ক্রীড়া সম্পাদক),মোঃ ইয়ার হোসেন(সংস্কৃতি সম্পাদক),কার্যকরী সদস্য-সুশান্ত চন্দ্র সাহা,মোঃ জুয়েল রানা,কৃষ্ণ সাহা।