বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।

আলোচিত সেই মা-অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলার রায় আজ

প্রতিদিন ডেস্কঃ
নারায়ণগঞ্জে মা-অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার রাজ আজ রবিবার। গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালতে যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি (সরকারি কৌঁসুলি) আব্দুর রহিম। বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মৃনাল কান্তি দত্ত বাপ্পী, অ্যাডভোকেট কামাল হোসেন।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জসিম উদ্দিন।
বাদীপক্ষের আইনজীবী মো. কামাল হোসেন জানান, ১১ সেপ্টেম্বর যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। যুক্তিতর্ক শেষে ২২ সেপ্টেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। অতিরিক্ত পিপি আব্দুর রহিমও বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ মার্চ বিকেলে শহরের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় স্বপন দাসের মালিকানাধীন মাতৃসদন নামে একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলার রামপ্রসাদের ফ্ল্যাটে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনাস্থল থেকেই রক্তমাখা ধারালো ছুরিসহ আল জুবায়ের স্বপ্নীলকে গ্রেফতার করে পুলিশ। তার হাতে ছিল গ্লাভস। আল জুবায়ের স্বপ্নীল শহরের পাইকপাড়া এলাকার লবণ ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে।

২০২৩ সালের জানুয়ারির সেই হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এ এইচ এম কামরুজ্জামান ফারুক। অভিযোগপত্রে একমাত্র আসামি হিসেবে অভিযুক্ত করা হয় ঘটনাস্থল থেকে গ্রেফতার হওয়া আল জুবায়েদ স্বপ্নীলকে। অভিযোগপত্রে সাক্ষী দেখানো হয় ৩০ জনকে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত