শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
প্রতিদিন ডেস্কঃ
বহুলপ্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে ভোট গ্রহণের তারিখ নেই। নেই তফসিল ঘোষণার তারিখও। তবে ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আভাস রয়েছে।
সরকার আগেই জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে। সে অনুযায়ী সাজানো হয়েছে পরিকল্পনা। রোডম্যাপে রয়েছে রাজনৈতিক দলসহ অংশীজনের সংলাপ, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনি আইনবিধি সংস্কার, দল নিবন্ধন, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, পোস্টাল ভোটিং, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ দুই ডজন কাজের সময়সূচি। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সবকিছুকেই চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন কমিশন।
বুধবার এ পরিকল্পনা অনুমোদন করে ইসি। এরপর গতকাল দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে এ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তফসিল কবে এবং ভোট কবে হবে-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোট গ্রহণের ৬০ দিন আগে তফসিল দেব। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে আগামী রমজানের আগে ভোট করার জন্য।
আমার যদি ভুল না হয়ে থাকে, তাহলে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু। আবার রমজান তো চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এভাবে আপনি নির্বাচনের তারিখ বের করতে পারেন। ’
গণপরিষদ ও গণভোটের দাবির বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টার নির্দেশনা জাতীয় নির্বাচনের জন্য, সংসদ নির্বাচনের বাইরে আমাদের অন্য কোনো কিছু ভাববার সুযোগ নেই। ’