সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ আজ বিএনপি কার্যালয়ে প্রস্তুতি জোরদার: তারেক রহমানের অফিস কার্যক্রমের জন্য সাজছে পল্টন অফিস বিএনপির ২০০ আসনে প্রার্থী এ মাসেই পাচ্ছেন ‘গ্রিন সিগন্যাল’ পল্লবীতে পোশাক কারখানায় আগুন যুদ্ধবিরতির পরও গাজায় খাদ্য সংকট প্রকট ◾ডব্লিউএইচও ইভিএম বাতিল, প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক ম্যানেজিং কমিটি গঠন ও অ্যাডহক কমিটি বিলুপ্তির সময়সীমাসংক্রান্ত পরিপত্র স্থগিত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে, ‘দলীয়’ উপদেষ্টাদের বাদ দিতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে ১৫ শতাংশ যুদ্ধবিরতির পরও ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

কোটা আন্দোলনে হত্যার তদন্ত করবে জাতিসংঘ, শিগগিরই আসছে বিশেষজ্ঞ দল

আরমান হোসেন খানঃ
দেশে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের হত্যার তদন্ত করবে জাতিসংঘ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এ কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। বুধবার (১৪ আগস্ট) ফেসবুকে এক পোস্টে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি লিখেছেন, এদিন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন। এসময় জাতিসংঘের মানবাধিকার প্রধান জানিয়েছেন, বাংলাদেশের ছাত্র বিপ্লবের সময় আন্দোলনকারীদের হত্যার তদন্তে জাতিসংঘের নেতৃত্বে খুব শিগগিরই তদন্ত শুরু করা হবে। জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শিগগিরই বাংলাদেশে আসবে।

শফিকুল আলম লেখেন, বাংলাদেশের ছাত্র অভ্যুত্থানকে সমর্থন করার জন্য মানবাধিকার প্রধান তুর্ক এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সেসময় মানবাধিকার প্রধানকে জানিয়েছেন ড. ইউনূস জানান, তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার। সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে প্রতিটি নাগরিককে সুরক্ষা দেয়া।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরো লিখেছেন, অধ্যাপক ইউনূস দেশ পুনর্গঠনে এবং মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত