শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
প্রতিদিন ডেস্কঃ
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নতুন করে সংকটে পড়েছে বিএনপি। ইন্টারনেট বন্ধ থাকায় নেতা-কর্মীদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তারা। গণহারে গ্রেফতার করা হচ্ছে দলটির নেতা-কর্মীদের। এ গ্রেফতার এড়াতে ফের আত্মগোপনে থাকতে হচ্ছে সদ্য কারামুক্ত নেতাদের।
স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকও করতে পারছেন না দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্যরা। দলীয় কার্যালয় বন্ধ। স্থবির হয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রম। সব মিলে পঞ্চমুখী সংকটে পড়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি।
গণ গ্রেফতারের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত সরকারের হিসাবেই বিরোধী দলের প্রায় ৩ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জার। এ ছাড়া গ্রেপ্তারকৃত নেতা-কর্মীকে গুম করে রেখে নির্যাতন চালিয়ে তিন/চার কিংবা পাঁচ দিন পর আদালতে হাজির করা হচ্ছে। যা আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
দেশের নাগরিকদের গুম করে রাখার ভয়াবহ সংস্কৃতি চালু রেখে মানুষের মনে ভীতি সঞ্চার করা হচ্ছে। সরকারকে এ ধরনের রোমহর্ষক কর্মকান্ড পরিহারের আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে থেকেই মামলায় জর্জরিত প্রায় সব নেতা-কর্মী। এখন আবারও নেতা-কর্মীদের নামে মামলা হচ্ছে। চলছে গ্রেফতার অভিযান।
এরই মধ্যে অর্ধশত কেন্দ্রীয় নেতাসহ ৩ হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এড়াতে নিজেদের বাসাবাড়িতে না থেকে আত্মগোপনে রয়েছেন তারা। এমন পরিস্থিতিতে সাংগঠনিক কর্মকান্ডেও দেখা দিয়েছে স্থবিরতা। ইন্টারনেট বন্ধ থাকায় নেতা-কর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন। ফলে তারা ভার্চুয়াল সভাও করতে পারছেন না। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা লাগানোয় আরও জটিলতায় পড়েছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। তবে বিভিন্ন মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহত, আহত, নিখোঁজ, গ্রেফতার ও মামলার আসামি হওয়া নেতা-কর্মীর তালিকা করার কাজ চলছে বলে জানা যায়।
বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের আন্দোলন ও আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, আহত, গ্রেফতারের তথ্যসহ বিস্তারিত ঢাকার বিদেশি কূটনীতিকদের অবহিত করবে বিএনপি। এ নিয়ে দলটির একটি টিম তথ্য সংগ্রহ করছে। আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলোয় ওই তথ্যাদি পাঠানো হবে।