শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন
মো:কবির হোসেন
দোহার নবাবগঞ্জ প্রতিনিধিঃ
১৬ সেপ্টেম্বর(সোমবার) সকালে ঢাকার মিরপুরের রঙধনু কনভেনশন সেন্টারে আমরা ৯৩ বন্ধু সংগঠনের মেম্বারশীপ কার্ড বিতরনের শুভ উদ্ভোদন হয়ে গেলো। ঢাকা জেলা ও মহানগরীকে মোট ১৫ টি জোনে ভাগ করে জোন ভিত্তিক বন্ধুদের মাধ্যমে এই কার্ড বিতরন কর্মসুচির শুভ সুচনা করেন আমাদের সকলের প্রিয় বন্ধু এডমিন ওমর ফারুক। মুলত ১৯৯৩ সালে এসএসসি পরিক্ষার জন্য রেজিঃ কৃত বন্ধুরা এবং যারা ১৯৯৩ সালে এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করেছে তারা এই আইডি কার্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত।
বিগত ২০২৩ এর ১০ ফেব্রুয়ারী ঢাকার প্রোগরামের জন্য যেসকল বন্ধুরা রেজিঃ করেছিলো বর্তমানে তাদের কার্ড গুলো ডিষ্টিবিউশন করা হচ্ছে। যারা ঐ প্রোগরামে রেজিঃ করেনি বা করতে পারেনি তাদের জন্য নতুন করে রেজিঃ কার্যক্রম শুরু হবে খুব শিগ্রই। গ্রুপে রেজিঃ এর জন্য লিংক অচিরেই শেয়ার করা হবে যাতে বাদ পড়া সকল বন্ধুরা রেজিঃ সম্পন্ন করতে পারে। রেজিঃ সম্পন্ন হলে অল্প সময়ের মধ্য কার্ডগুলো তৈরি করে তা বন্ধুদের মাঝে ডিস্টিবিউশন করা হবে। পর্যায়ক্রেম আমরা ৯৩ এই আইডি কার্ডে বিভিন্ন ফেসিলিটি এড করা হবে যার মাধ্যমে বন্ধু এবং তাদের পরিবার বিভিন্ন রকম ফ্যাসিলিটি উপভোগ করতে পারবে এ কার্ডের মাধ্যমে। কার্ড বিতরন কর্মসুচি খুব অল্প সময়ের মধ্যে স্হানীয় বন্ধুদের মাধ্যমে সারাদেশে শুরু করা হবে।
মেম্বারশিপ কার্ড বিতরনে এডমিন প্যানেল, এডহক কমিটির সদস্যবৃন্দ সহ ঢাকা জেলার ১৫টি জোনের বন্ধুরা উপস্থিত ছিলো।