রবিবার, ১৮ মে ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মার্কেট কমিটি ২০২৫ স্টারলিংকে আড়ি পাতার সুযোগ রেখে বিটিআরসির নতুন নির্দেশিকা দল-সংগঠন নিষিদ্ধের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা তবে কি যুদ্ধে মোড় নিচ্ছে ভারত-পাকিস্তান সংঘাত? নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ জনজোয়ারে ফিরছেন খালেদা জিয়া ধামরাইয়ে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবন থেকে যুবকের লাশ উদ্ধার হাজারো মানুষের মিলনমেলায় পালিত ১৫তম বার্ষিক রশিটান খেলা ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা খন্দকার আবু আশফাক ভাইয়ের সাথে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের ঈদ শুভেচ্ছা বিনিময়

রাঙ্গামাটিতে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির লংগদু উপজেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় এক নারীসহ ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (১৫ জুন) বিকেলে লংগদু উপজেলার আটারক ছড়া এক গৃহবধু ও ভাসাইন্যাদম এলাকায় কাপ্তাই হ্রদের বোটের উপর বজ্রপাত হলে ৪ জন নিহত হয়। এই ঘটনায় ৩ জনের লাশ পাওয়া গেলেও বোট চালক এখনো নিখোঁজ রয়েছে।

নিহতরা হলেন- রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে রিনা বেগম (৩৫), জিয়াউল হক (৫০), আক্কাস আলী (৪৫), ওবায়দুল্লাহ (৩০), বাচ্চু মিয়া (৩০)। বোট চালক আক্কস আলীর লাশ এখনো পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, শনিবার হাটের কাজ শেষে বাড়ি ফেরার পথে লংগদু উপজেলার মিনা বাজার নামক স্থানে ইঞ্জিন চালিত বোটে বজ্রপাতে ঘটনাস্থলে বোট চালকসহ চারজন নিহত হয়। চারজনই ভাসান্যদম ইউনিয়নের ভাসান্যদম এলাকার বাসিন্দা।

লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মাইনী বাজার থেকে ভামান্যদম নিজ বাড়িতে ফেরার পথে বজ্রপাত হলে বোটের উপরে থাকা বোট চালকসহ ৪ জন নিহত হয় এবং আটারকছাড়া এলাকায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে দুটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

লংগদু উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান বাবুল দাশ বাবু জানান, শনিবার হাট বাজার দিন শেষে ইঞ্জিন চালিত বোটে করে বাড়ী ফেরার পথে বজ্রপাতের শিকার হয়। বজ্রপাতের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বোট চালকের লাশ উদ্ধারের তৎপরতা চলছে। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। তিনি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত