প্রতিদিন ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থা আগামী পাঁচ বছরের জন্য নিবন্ধন পেয়েছে নির্বাচন কমিশন (ইসি) থেকে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে কমিশন এ তথ্য জানায়।
নিবন্ধনপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে রয়েছে- পাথওয়ে, পল্লীশ্রী, রিসডা-বাংলাদেশ, রশ্মি হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরএইচডিও), আইসিডিএস, বাকেরগঞ্জ ফোরাম, একটিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সাথী, বকুলতলী মহিলা সংসদ (বিএমএস), এএমডব্লিউএবি, হোপ, অধিকার, আরপিও ফাউন্ডেশনসহ আরও বহু সংস্থা। এছাড়া আলোকিত সমাজ কল্যাণ সংস্থা, বিচরণ কল্যাণ সংস্থা, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি), সেবা ফাউন্ডেশন, ডেমোক্রেসিওয়াচ, ভলান্টারি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (ভিআরডিএস), ইউআরপিএসএ, চারু ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) ইত্যাদি অন্তর্ভুক্ত।
এবার নিবন্ধনের জন্য নির্ধারিত সময়সীমায় (১০ আগস্ট) ৩১৮টি আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে ৭৩টি সংস্থাকে উপযুক্ত মনে করা হয়, এর মধ্যে ৭টি সংস্থা বাদ পড়ে এবং চূড়ান্তভাবে ৬৬টি সংস্থা নিবন্ধন পায়। ১৬টি সংস্থার বিষয়ে ইসি আবারও দাবি-আপত্তি চেয়েছে।
এর আগে, ২০২৩ সালে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন ৯৬টি সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দিয়েছিল।
তবে ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর বর্তমান কমিশন নতুন নীতিমালা প্রণয়ন করে পুরনো নিবন্ধন বাতিল করে পুনরায় আবেদন আহ্বান করে।
নীতিমালা অনুযায়ী, নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলো ভোট পর্যবেক্ষণের পর প্রতিবেদন দাখিল করতে বাধ্য। নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের জন্য ডিসেম্বরে তফসিল ঘোষণা করতে চায়।