আরমান হোসেন খান,চীফ রিপোর্টারঃ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান। এতে অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
বহুহতাহতের আশঙ্কা করা হচ্ছে। একের পর এক দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে।
আজ সোমবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত বার্ন ইউনিটে ২৮ জনকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছেন, দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী।
উদ্ধারকাজ চলছে। আহত ও দগ্ধ অনেককে উদ্ধার করা হয়েছে।