প্রতিদিন ডেস্কঃ
ভোটকেন্দ্রের গোপন কক্ষে (বুথ) ব্যালট পেপারে সিল, ভাঁজ করা এবং বাক্সে ফেলার জন্য একজন ভোটার গড়ে সর্বোচ্চ সময় পাবেন ৫২ সেকেন্ড। এর মধ্যে নারী ভোটার গড়ে সময় পাবেন ৫৭ সেকেন্ড আর পুরুষ ভোটার পাবেন ৪৮ সেকেন্ড। সংসদ নির্বাচনের দিন একসঙ্গে গণভোট হলে এ সময়ের মধ্যেই দুই ব্যালটের ভোট শেষ করতে হবে।
একটি নারী বুথে ৫০০ আর পুরুষ বুথে ৬০০ এবং একটি কেন্দ্রে তিন হাজার ভোটার ভোট দেবেন– এমন হিসাব কষে এবার কেন্দ্র ও বুথবিন্যাস করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাধারণত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা আট ঘণ্টা ভোট গ্রহণ হয়। সে হিসাবে ৪৮০ মিনিটের মধ্যে একটি নারী বুথে ৫০০ জন এবং পুরুষ বুথে ৬০০ জনকে ভোট দিতে হবে। বিশ্লেষকরা অবশ্য ইসির এই সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং বলে মনে করছেন।