মোঃ সালাউদ্দিন,ধামরাই ঢাকাঃ
রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের গরুর হাটে এরইমধ্যে প্রচুর কোরবানির পশু উঠেছে। ছোট মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, সেইসঙ্গে দামও বেশি হাঁকানোর অভিযোগ করছেন ক্রেতারা। অন্যদিকে গো-খাদ্যের দাম বৃদ্ধিসহ বিভিন্ন কারণে গরুর দাম বেড়ে গেলেও, ন্যায্য দাম পাচ্ছেন না বলে দাবি বিক্রেতাদের।প্রতি বৃহস্পতিবার ঢাকা ধামরাই , কালামপুর বাজারে গরুর হাট বসে।হাটগুলোতে ৩ মণ ওজনের একটি গরুর দাম হাঁকানো হচ্ছে ১ লাখ ২০ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা; যা গত বছর ছিল ১ লাখ ৫ হাজার টাকা পর্যন্ত। আর ৫ মণ ওজনের গরুর দাম চাওয়া হচ্ছে ১ লাখ ৭০ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত। যদিও এ অভিযোগ মানতে রাজি নন ব্যবসায়ীরা
মো:সোহাগ মৃধা নামে এক ক্রেতা বলেন, গত বছরের তুলনায় গরুপ্রতি প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা বেশি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। এবার মধ্যবিত্তদের জন্য পছন্দমতো গরু পাওয়া কষ্ট হয়ে যাবে।