প্রতিদিন ডেস্কঃ
রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, শনিবার সন্ধ্যায় দুবার ভূমিকম্প হয়েছে। এর একটির উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডায়, আরেকটির উৎপত্তিস্থল নরসিংদীতে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, শনিবার সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। এটির উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডায়। এর এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ৪ দশমিক ৩, যার উৎপত্তিস্থল নরসিংদীতে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য মতে, শনিবার সন্ধ্যায় ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে ভূকম্পনের মাত্রা ৪ দশমিক ৩, সেটির উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
আর ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৭। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। উৎপত্তিস্থলের বিষয়ে বলা হয়েছে, ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর পূর্বে।