আরমান হোসেন খান,চীফ রিপোর্টারঃ
এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশে মোট সাতটি এবং রাজধানী ঢাকায় পাঁচবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ২১ নভেম্বর এবং পরদিন শনিবার ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প হয়। ২৬ নভেম্বর দিবাগত রাত থেকে ২৭ নভেম্বর বিকাল পর্যন্ত ১৩ ঘণ্টার মধ্যে তিনবার ভূমিকম্প অনুভূত হয়। যার একটি ঢাকায় অনুভূত হয়।
ভূমিকম্প বিশেষজ্ঞরা বলেন, এ মুহূর্তে আতঙ্ক নয়, বরং সতর্কতা প্রয়োজন। যেহেতু দেশে দীর্ঘদিন ধরে বড় ভূমিকম্প হয়নি এজন্য ভূমিতে বিশাল আকারের শক্তি জমে আছে। এই জমে থাকাটা বড় ‘হুমকি’। তারা এও বলছেন, শক্তি বিবেচনায় ২১ নভেম্বরের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি মাঝারি হলেও এটি ছিল শক্তিশালী।
আর শক্তিশালী ভূমিকম্পের পর এক থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত ছোট ছোট ভূমিকম্পের মতো ‘আফটার শক’ হতে পারে। তবে এ মুহূর্তে বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা বাদ দেওয়া যাচ্ছে না। এজন্য ভূমিকম্প মোকাবিলায় দেশবাসীকে সব প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিয়েছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা।