বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ১১:২২ অপরাহ্ন
আরমান হোসেন খান,চীফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাইয়ে একটি সিএনজি স্টেশনে হাইয়েস মাইক্রোবাসে সিএনজি নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন। তিনি ওই গাড়িরই চালক। এ দুর্ঘটনায় কেউ আহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ঢুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এনএন সিএনজি অ্যান্ড রিফুয়েলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এতে পেছনে থাকা আরেকটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।
নিহত ফারুক হোসেন ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ধাইরা এলাকার বাসিন্দা। তিনি রেন্ট-এ-কারে প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারুক হোসেন নিজে গাড়ি চালিয়ে সিএনজি গ্যাস ভরানোর জন্য এই সিএনজি স্টেশনে আসেন। পরে স্টেশন থেকে গাড়ির সিলিন্ডারে গ্যাসের সংযোগ দেয় স্টেশনের কর্মী। ফারুক হোসেন গাড়ির পিছনেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় তার গাড়ির সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এতে পেছনে দাঁড়িয়ে থাকা ফারুক হোসেন আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।