বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
নির্বাচন প্রস্তুতির নির্দেশনায় ড. ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল ৫ সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছিল ইসরাইল পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি যোগাবে : প্রধান উপদেষ্টা ঢাকার দোহারে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা শেখ হাসিনার প্রতি আচরণ বদলাচ্ছে ভারতের মিডিয়া বাংলাদেশ থেকে ৩ পণ্য আমদানি নিষিদ্ধ করলো ভারত সিএনএন ও নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বরখাস্তের দাবি ট্রাম্পের তিন জাতীয় নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি গঠন এখন ‘মব জাস্টিস’ নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে: তারেক রহমান ২০১৮ সালের নির্বাচন ◼️শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের তথ্য চেয়ে ইসিতে দুদকের চিঠি

সচিবালয়ে অগ্নিকাণ্ড◾ একই সময়ে তিন স্থানে আগুন নিয়ে রহস্য

প্রতিদিন ডেস্কঃ
সচিবালয়ে একই সময়ে তিন স্থানে আগুন নিয়ে রহস্যের জাল সহসাই ছিঁড়ছে না। সেই স্থাপনায় মধ্যরাতে আগুন নিয়ে উদ্বিগ্ন সবাই। আগুন লাগার ধরন দেখে বিশেষজ্ঞরা বলছেন, এটি ‘পরিকল্পিত নাশকতা’ হতে পারে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ‘শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে’ এমন প্রাথমিক ধারণাকে বিশেষজ্ঞরা মনে করছেন, এটাও এক ধরনের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। কারণ ইতিপূর্বে সচিবালয়ে যে পাঁচটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সবকটি ঘটনাই ঘটেছে শর্টসার্কিট থেকে। এসব অগ্নিকাণ্ডে প্রতিটির ক্ষয়ক্ষতি ও ভয়াবহতা খুবই সামান্য এবং টাকার অঙ্কে গণনার মতো নয়। রাজনৈতিক দল ও ছাত্র-আন্দোলনের নেতারা বলেছেন—‘এটি পরিকল্পিত আগুন’। এক্ষেত্রে বলা যায় যে, সচিবালয়ের ভেতরে থাকা নিরাপত্তাকর্মীদের ব্যর্থতা যেমন ছিল, তেমনি তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিতে পারে।

সচিবালয়ে আগুন লাগার ঘটনা উদঘাটন ও সচিবালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে সুপারিশ করতে আট সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইয়াছির আরাফাত খান গতকাল রাতে বলেন,তদন্তের কাজ আমরা করছি।শনিবারও আমরা ঘটনাস্থলে গিয়েছি। আমরা প্রত্যক্ষদর্শীসহ ঐদিন দায়িত্বপালনকারীদের বক্তব্য নিচ্ছি। আমরা সব দিক বিবেচনায় নিয়েই তদন্ত কাজ করছি।’

আগুনের ঘটনা নিয়ে ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শাহিদউল্লাহ একটি বিদেশি গণমাধ্যমকে বলেন, ‘দুর্ঘটনাজনিত শর্টসার্কিট হতে পারে, আরেকটি পরিকল্পিতভাবে শর্টসার্কিট দিয়ে আগুন সৃষ্টি করা যেতে পারে। এই আগুন দেখে মনে হচ্ছে না, স্বাভাবিক শর্টসার্কিট থেকে এটা হয়েছে। পরিকল্পিত শর্টসার্কিটের জন্য ঐ ছয় তলায় থাকতে হবে না। আগে থেকে পরিকল্পনা করে দুটি বৈদ্যুতিক তার একসঙ্গে লাগিয়ে বারুদ, গান পাউডার কিংবা কেমিক্যাল রেখে নিচে বৈদ্যুতিক প্লাগ অন করলে বৈদ্যুতিক স্পার্কের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।’

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত