শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।

মোদিকে পাকিস্তান প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রতিদিন ডেস্কঃ
টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সোমবার (১০ জুন) তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে মোদিকে অভিনন্দন জানান শাহবাজ।

মোদিকে ট্যাগ করে তিনি লিখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন।’

রবিবার (৯ জুন) সন্ধ্যায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে দেশ-বিদেশের অতিথি ও অভ্যাগতদের সামনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। এর পরদিন তাকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

মোদির সঙ্গে গতকাল শপথ নিয়েছেন তার মন্ত্রিপরিষদের ৭২ জন সদস্য, যাঁদের মধ্যে পূর্ণমন্ত্রী হলেন ৩০ জন, ৫ জন স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী।

মোদির শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড ও ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে যোগ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত