শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
প্রতিদিন ডেস্কঃ
এবার আইসিটি আইনে মামলা হতে যাচ্ছে সদ্য সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মো. ইমদাদুল হকের বিরুদ্ধে। আগামীকাল বুধবার সকালে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে এই মামলা দায়ের করার কথা রয়েছে।
মূলত ১৫ জুলাই থেকে দফায় দফায় ইন্টারনেট বন্ধ নিয়ে জুনাইদ আহমেদ পলক ও মো. ইমদাদুল হক মিথ্যাচার করে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বলে এই মামলা করবেন একজন ভুক্তভোগী। মামলার এজাহারে পলক ও ইমদাদের নানান সময় নানান ধরনের মন্তব্যের তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান উল্লেখ থাকবে।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন তুঙ্গে, এমন সময় পুরো দেশকে ইন্টারনেটবিহীন করে জুনাইদ আহমেদ পলক ডেটা সেন্টারে আগুন, সাবমেরিন কেবলের তার ক্ষতিগ্রস্ত হওয়াসহ নানা কথা বলেন। সে সময় সরকারিভাবে জনগণের ফোনে এসএমএস পাঠানো হয়, ‘সন্ত্রাসীদের আগুনের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত, মেরামত করতে সময় লাগবে।’
মোবাইল ইন্টারনেট বন্ধ প্রসঙ্গে ১৮ জুলাই জুনাইদ আহমেদ পলক জাতীয় ও নাগরিক নিরাপত্তার কথা বলেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো সহযোগিতা করলে সরকারকে কঠোর অবস্থানে যেতে হতো না বলেও সেদিন তিনি বলেছিলেন।
ব্রডব্যান্ড ইন্টারনেটও ১৮ জুলাই রাত ৯টা থেকে বন্ধ হয়ে যায়। এ বিষয়ে জুনাইদ আহমেদ পলক ১৮ জুলাই বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত অগ্নিসংযোগের কারণে মহাখালীতে অবস্থিত ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলেছেন। এ ছাড়া সারা দেশে শত শত কিলোমিটার ফাইবার কেবল পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।
ওই সময় একই সূরে কথা বলেন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। আগুনে পুড়ে যাওয়া ডাটা সেন্টার সংস্কার করতে সময় লাগবে বলে বিভ্রান্তিকর তথ্য ছড়ান ইমদাদ।