শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
আরমান হোসেন খানঃ
নতুন গভর্নরের সন্ধান, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন ও তাঁর দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে থেকে রুটিন ওয়ার্ক কাজ চালিয়ে যাবেন ডেপুটি গভর্নর নূরুন নাহার। রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে থেকে এ–সংক্রান্ত অফিস আদেশ জারি করে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।
গভর্নরের অবর্তমানে দায়িত্ব পালন বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখার উপসচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগের কারণে ১১ আগস্ট থেকে নতুন গভর্নরের যোগদানের আগ পর্যন্ত দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা স্ব-স্ব ক্ষেত্রে তাঁদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করবেন।
এতে আরও উল্লেখ করা হয়েছে, ডেপুটি গভর্নর নূরুন নাহার গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করবেন।
গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ব্যাংকে বড় ধরনের অস্থিরতা চলছিল। গভর্নরসহ শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবি উঠে। এরপর আর অফিসে আসেননি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। পরে গত শুক্রবার (৯ আগস্ট) তিনি পদত্যাগ করেন।