বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে আহত অর্ধশতাধিক, নিহত ১ সাভার সাববিট(বন)কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বানিজ‍্য ও দুর্নীতির অভিযোগ। যুক্তরাষ্ট্র ◼ নিউইয়র্কের ব্যালটে বাংলা ভাষা প্রশিক্ষণে শৃঙ্খলা ভঙ্গ, আরও ৫৮ এসআইকে অব্যাহতি ভারতকে পাশ কাটিয়ে পোশাক রপ্তানি করছে বাংলাদেশ, চিন্তিত দিল্লি ঢাকার ধামরাইয়ে অস্ত্রসহ ডাকাত দলের তিন ডাকাত আটক করতে সক্ষম এলাকা বাসী ধামরাইয়ে গণপরিবহণে ডাকাতির সময় আটক ২ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের ফয়সাল উদ্দিন হাশমির স্বরন সভা অনুষ্ঠিত। ‘একতরফা’ চুক্তির সুযোগ নিচ্ছে আদানি, কয়লার বাড়তি দাম ধরে বিদ্যুৎ বিল আজ হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব কালীপূজা

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭

প্রতিদিন ডেস্কঃ
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ভারত থেকে নেমে আসা পানি ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট এ বন্যা বিপর্যস্ত করেছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলার ৬৮টি উপজেলা। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০৪টি ইউনিয়ন বা পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম, হবিগঞ্জ, সিলেট, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি এখন স্বাভাবিক। মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, এবং কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলাগুলোর বন্যা পরিস্থিতিও ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

এখন পর্যন্ত বন্যায় ফেনীতে ২৬ জন, কুমিল্লায় ১৭ জন, নোয়াখালীতে ১১ জন, কক্সবাজারে ৩ জন, খাগড়াছড়িতে ১ জন, চট্টগ্রামে ৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন, এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।

পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য ৩ হাজার ৯২৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৩ লাখ ৯৩ হাজার ৩০৫ জন মানুষ এবং ৩ হাজার ১৩৯টি গবাদি পশু আশ্রয় নিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ১১ জেলায় ৫১৯টি মেডিকেল টিম কাজ করছে।

বন্যা দুর্গত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানোর কার্যক্রম চলছে। দূরবর্তী স্থানে থাকা লোকজনের কাছে ত্রাণ পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। ফিল্ড হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং সেনাবাহিনী ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসকরা সেবা দিচ্ছেন। স্থানীয় ক্লিনিক ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোকে বন্যার্তদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত