বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলবাহী ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় তেলের ড্রামগুলোতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার দুপুর দেড়টায় মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ট্রলারে থাকা সবগুলো তেলের ড্রাম বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের মসজিদ, বাসাবাড়ি, সংলগ্ন থানা ও আশপাশের এলাকা কেঁপে ওঠে। মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
ডিপো সংশ্লিষ্টরা জানান, ট্রলারের ভেতরে চারজন ছিল।
তারা ভেতরে রান্না করছিল। এসময় সেখান থেকে হয়তো এ ঘটনা ঘটেতে পারে। আগুন লাগার পরে শ্রমিকরা নদীতে ঝাঁপ দেয়। এর মধ্যে একজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ আছেন।
জানা যায়, ট্রলারটিতে ৮৬টি ড্রামে পেট্রল ও ৭০ ড্রামে ডিজেল ছিল। প্রায় সবগুলো তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরণ হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউএনও দিদারুল ইসলাম জানান, ডিজেল ও পেট্রল লোড করা ট্রলারটিতে চারজন শ্রমিক রান্না করছিল বলে শুনেছি। হয়তো সেখানে থেকে এ ঘটনা ঘটতে পারে। একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বাকি তিনজনের ব্যাপারে এখনো জানি না।