শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
প্রতিদিন ডেস্কঃ
নেদারল্যান্ডসের বিপক্ষে আজ (বৃহস্পতিবার) মাঠে নামছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিসেন্টে রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। সাকিবের খেলা নিয়ে বিতর্ক থেকে শুরু করে নানা বিষয় নিয়ে আজ আলোচনায় টাইগারদের একাদশ। সবার একটাই প্রশ্ন কি হতে যাচ্ছে টাইগারদের আজকের একাদশ।
যুক্তরাষ্ট্র পর্ব শেষ করে এবার টাইগারদের মিশন ওয়েস্ট ইন্ডিজে। তাই কন্ডিশন বিবেচনাই দলে পরিবর্তন আশাটাই স্বাভাবিক।
বাংলাদেশের ম্যাচ ভেন্যু সেন্ট ভিসেন্ট দলের তরুণদের জন্য নতুন হলেও সাকিব-মাহমুদুল্লাহর জন্য খুবই পরিচিত। কারণ, সেখানে জাতীয় দলের ম্যাচ ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন এই দুই ক্রিকেটার।
সেন্ট ভিসেন্টের উইকেট অনেকটাই স্পিন সহায়ক। তাই একাদশ সাজানোর ক্ষেত্রে এ বিষয়কে গুরুত্ব দেয়া হবে। সে ক্ষেত্রে দলে একজন বাড়তি স্পিনার নিয়ে নামতে পারে টাইগাররা। যেখানে সবার থেকে এগিয়ে শেখ মাহেদী। নতুন বলে উইকেট নেয়ার পাশাপাশি ব্যাটটাও চালাতে পারেন এই অলরাউন্ডার।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, রিশাদ হোসেন, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।