বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরার ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মেতিকান্দা রেলস্টেশনের আওটার কমলতলি খাকচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে চট্রগ্রাম থেকে একটি ট্রেন ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি মেতিকান্দা স্ট্রেশনের আওটার খাকচনে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়।
তবে নিহতরা ট্রেনের পথচারী বা ট্রেনের যাত্রী ছিল কিনা তা এখনও নিশ্চিত করে বলতে পারছেনা স্টেশন কতৃপক্ষ।
নরসিংদী স্টেশন মাষ্টার এটি এম মুছা বলেন, ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছে। রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।