শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ
ঢাকা জেলা অন্তর্গত ধামরাই উপজেলায় আজ ২ ফেব্রুয়ারি (রবিবার) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী নির্বাচন সামনে রেখে সারাদেশে চলছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি। যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন তাদের তথ্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করছেন। এসময় ভোটার তালিকা হতে বাদ দেওয়ার জন্য মৃত ভোটারদের তথ্যও সংগ্রহ করা হচ্ছে।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জনাব আকরাম হোসেন খান, আরমান হোসেন খান সহ উপজেলা সমন্বয় কমিটির সম্মানিত সদস্যগণ।