শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
কাজী মিজানুর রহমান,স্টাফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাই উপজেলা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (রবিবার) বিকাল ৫টার দিকে ধামরাই পৌর শহরের মুন্নু কমিনিটি সেন্টারে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
ঢাকা জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ইয়াসিন ফেরদৌস মুরাদ এর সভাপতিত্বে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান এর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি, মোঃ আবুল হাসেম, ঢাকা জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক হাজী দেলােয়ার হোসেন মাসুম, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোকাররম হোসেন, সাজ্জাদ হোসেন সহ অন্যাঅন্য নেতাকর্মী প্রমুখ।
এ সময় নেতাকর্মীবৃন্দ গন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।