শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।

ডেঙ্গুতে আক্রান্ত ১৫ হাজার, ৯২ জনের মৃত্যু

প্রতিদিন ডেস্কঃ
চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৪ হাজার ৮০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে অন্তত ৯২ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মশাবাহিত অন্যান্য রোগবিষয়ক জাতীয় কমিটির সভায় এই তথ্য প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় ৬৩ জন এবং ঢাকার বাইরে ২৯ জন ডেঙ্গুতে মারা গেছেন। মোট মৃতের সংখ্যা ৯২ জন। গত বছরের একই সময়ে মৃত্যুর সংখ্যা ছিল ৬৯১ জন, যেখানে ঢাকা মহানগরে ৪৯৭ জন এবং অন্যান্য স্থানে ১৯৪ জন মারা যান।

সভায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, এ বছরের ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে, তবে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। আমাদের লক্ষ্য একজন রোগীও যেন ডেঙ্গুতে মারা না যায়।

তিনি আরো জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসা ও সচেতনতার ওপর জোর দেয়া হয়েছে। এছাড়া প্রতি শুক্রবার মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়গুলোতে সচেতনতা প্রচারণা চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত