বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন
আরমান হোসেন খানঃ
জীবিকার তাগিদে নাকে অক্সিজেনের পাইপ নিয়েই ব্যাটারি চালিত অটোরিকশা চালানো আলোচিত সেই মাইনুরজ্জামান সেন্টু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। সেন্টুর বয়স হয়েছিল ৫৬ বছর।
সেন্টুর মেজো মেয়ে আঁখি খাতুন বলেন, তার বাবা দীর্ঘদিন শ্বাসকষ্ট, হার্টের সমস্য, ফুসফুস নষ্ট হয়ে যাওয়া ছাড়াও অন্যান্য সমস্যায় ভুগছিলেন। তিনি গত ১৬ দিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুপুর পৌনে একটার দিকে চাচার বাড়িতে নেয়া হয় তার বাবাকে। এর কিছুক্ষণ পরেই সেন্টু মারা যান।
সন্ধ্যায় নগরীর হেতেম খাঁ বড় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে হেতেম খাঁ কবরস্থানে দাফন করা হয়।
এর আগে রিকশাচালক সেন্টুকে নিয়ে গত বছরের মে মাসে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। ভাইরাল হয় সেন্টুর ছবি৷ এরপর অনেকেই তার পাশে দাঁড়িয়েছিলেন। এছাড়া রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ সেন্টুর চিকিৎসার সব খরচ বহনের ঘোষণা দেন। পরবর্তী সময়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে সেন্টুর চিকিৎসার খরচ বহন করা হয়। সেন্টুর থাকার জায়গা না থাকায় তার নামে আশ্রয়ণ প্রকল্পের একটি বরাদ্দ দেন জেলা প্রশাসক। এরপর পবা উপজেলার বড়গাছিতে আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্ত্রী চম্পা বেগমকে নিয়ে বসবাস করা শুরু করেন তিনি। গত ১৬ দিন আগে হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়েন সেন্টু। তারপর তাকে রামেক হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো।