শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
মো.মানিক হাসান,কুলাউড়া প্রতিনিধিঃ
ছিল পার্ক। হয়ে গেল ক্রিকেট স্টেডিয়াম! ছিল ক্রিকেট স্টেডিয়াম। আবার হয়ে যাচ্ছে পার্ক!
বলা হচ্ছে, নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের কথা। টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই জানা গিয়েছিল এটি অস্থায়ী স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের পাট চুকে যাওয়ার পর তা সরিয়ে নেওয়া হবে।
স্টেডিয়াম সরিয়ে নেওয়া হবে মানে? সেটি কীভাবে সম্ভব! আসলে এটিকে অনেকেই বলছেন, ক্রিকেটের প্রথম ‘মডিউলার’ স্টেডিয়াম। স্টিল এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি স্থাপনা, যা চাইলেই স্থানান্তর করা যায়।
অর্থাৎ স্থাপনার সংযুক্তিগুলো খুলে ও বুলডোজারের মাধ্যমে ভাঙা অংশগুলো অন্যত্র সরিয়ে নেওয়া সম্ভব। গতকাল ভারত–যুক্তরাষ্ট্র ম্যাচ শেষে এই কার্যক্রম শুরু করা হয়েছে। ভারতের বার্তা সংস্থা এএনআই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, স্টেডিয়ামের পাশে প্রচুর বুলডোজার দাঁড় করিয়ে রাখা হয়েছে। ৩৪ হাজার আসনের এ স্টেডিয়াম ভেঙে ফেলার কার্যক্রম গতকালই শুরু করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ।
নিউইয়র্কের ইস্ট মিডো অঞ্চলে আইজেনহাওয়ার পার্কের অংশ হয়েছিল নাসাউ কাউন্টি স্টেডিয়াম। মানে আইজেনহাওয়ার পার্কের একটি অংশে ১০৬ দিনের ব্যবধানে স্টেডিয়াম বানানো হয়েছিল। এখন বিভিন্ন সংযুক্তি খুলে ও কিছু স্থাপনা ভেঙে সেগুলো সরিয়ে নিতে প্রায় ৬ সপ্তাহ মানে ৪২ দিন সময় লাগবে।