শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।

কান্টাহাটী গ্রামবাসীর বাৎসরিক মিলন মেলা ২০২৪

মোঃ সালাউদ্দিন, ধামরাই (ঢাকা):
পুরনো দিনের ঐতিহ্য কে ধারণ করে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল কান্টাহাটি গ্রামবাসীর বাৎসিরক মিলনমেলা ২০২৪ ইং। ২৭ ডিসেম্বর (শুক্রবার)  সাসকো ট্রেডিং লিমিটেড এর ম্যানেজার জনাব মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই হার্ডিঞ্চ সরকারি স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক,  জনাব মোঃ শহিদুল্লাহ লিটন। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শোলধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনাব জাহাঙ্গীর আলম, দি একমি  ল্যাবরেটরীজ লিমিটেড এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব মোঃ শহীদুল্লাহ, জামান ন্যাশনাল ট্রেড লিংক এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ নুরুজ্জামান, এডভোকেট জনাব মোঃ লুৎফুর রহমান প্রমুখ । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা গ্রামের সকলের সম্মিলিতভাবে স্বাবলম্বী হতে চাই। এজন্য গ্রামের সকল ছেলে-মেয়ের লেখাপড়া নিশ্চিত করতে হবে। তিনি বলেন আমাদের মাঝে   ভাতৃত্ব ফিরিয়ে আনতে  হবে এবং অভিভাবকদের সচেতন হতে হবে। অনুষ্ঠানে বাংলার ঐতিহ্যবাহী রশি টান খেলায় দশজন করে প্লেয়ার বিবাহিত বনাম অবিবাহিতদের মাঝে অনুষ্ঠিত হয়। এতে  অবিবাহিত দল বিজয়ী হয়। অংশগ্রহণকারী প্রত্যেককেই উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। গ্রামের সর্বজন স্বীকৃত ( অব, শিক্ষক) মোঃ মহর আলী ও ডেফোডিল ইউনিভার্সিটির ছাত্র মাহবুব আলম কে সাদা মনের মানুষ ২০২৪, গ্রামটির গুণি সন্তান হিসেবে ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ শাহিনুর রহমান সোহান ও ইমরান হোসেনকে ক্রেষ্ট প্রদান সহ ৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রাতে গ্রামের সবাই মিলে নৈশ ভোজে অংশগ্রহণ করেন। সবুজ খোলা মাঠে কলাপাতায় বহু বছর পর খাবার খেয়ে গ্রামের সকলেই তৃপ্তির ঢেকুর তুলে।  এসময় গ্রামের প্রবীণ ব্যক্তিরা হারানো দিনের ঐতিহ্য ফিরে পেয়ে আনন্দে আবেগে আপ্লুত হয়। অনুষ্ঠানের আয়োজক মোঃ শাহিনুর ইসলাম জুয়েল এই প্রতিবেদককে জানান, এই  গ্রামে একটি মানবসেবা নামের সংগঠন রয়েছে। এর সংগঠনটি বিভিন্ন সেবামূলক কাজ যেমন গরিব ও অসহায় মানুষদের সাহায্য করা, গরিব ছাত্রদের শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা সহ সমাজের নানাবিধ উন্নয়নমূলক কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় গ্রামের মানুষের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বে স্থাপনের জন্য গ্রামের সকল মানুষকে একত্রিত করার একটা উদ্যোগ নেওয়া হয় এবং এই উদ্যোগের নাম রাখা হয় মিলন মেলা। জানা যায় প্রতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় এই মিলনমেলা। আগামী বছর অনুষ্ঠানটি আরোও ব্যাপকভাবে পালন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন গ্রামবাসী। অনুষ্ঠানে গ্রামের বিশিষ্ট  ব্যক্তিবর্গ সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত