শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
প্রতিদিন ডেস্কঃ
নায়ক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে স্বজনপ্রীতির বিতর্ক হয় সয়লাব। তখন করণ জোহরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন কঙ্গনা রনৌত। করণকে সরাসরি ‘মুভি মাফিয়া’ বলে মন্তব্য করেন এই বলিউড ‘কুইন’। সে ঘটনার পর থেকেই দু’জনের সম্পর্কের অবনতি ঘটে। সে ঘটনার এক বছর পার হলেও কখনো কঙ্গনা সমালোচনা করেছেন করণের আবার কখনোবা করণ দিয়েছেন সে সমালোচনার উত্তর।
সম্প্রতি লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে জয় লাভ করেন কঙ্গনা রনৌত। পরে চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে চড় মাড়েন নিরাপত্তারক্ষী কুলবিন্দর কউর। পরে কুলবিন্দরকে গ্রেপ্তার করা হয়। তবে ভারতে নেটিজেনদের একাংশ অবশ্য এ ঘটনায় কুলবিন্দরকে বাহবা দিয়েছেন তার এমন পদক্ষেপের জন্য। এবার সে ঘটনায়ই মুখ খুললেন করণে জোহর।
কঙ্গনা-করণের আদায় কাঁচকলায় সম্পর্কের অন্যতম কারণ করণের বিরুদ্ধে করা কঙ্গনার অভিযোগ। কঙ্গনা অভিযোগ করেছেন করণ প্রতিভার বিচার না করে কেবল বলিউডের তারকাদের সন্তানদের সিনেমাতে সুযোগ দিচ্ছে। যদিও অভিনেত্রীর চরকাণ্ডে মোটেও সমর্থন করছেন না করণ। তিনি বলেন- ‘আমি এই ধরনের উগ্রতাকে মোটেই সমর্থন করছি না। কারো গায়ে হাত তোলা বা মুখে অপমান করা মোটেই সমর্থনযোগ্য নয়।’
কঙ্গনাকে চড় মারার ঘটনায় যারা ‘উদযাপন’ করছেন, তাদের উদ্দেশ্যে সমাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন শাবানা আজমিও। কঙ্গনার প্রতি ব্যক্তিগত সমর্থন না থাকলেও চড়ের ঘটনা তিনি সমর্থন করছেন না বলেই জানান অভিনেত্রী।
তিনি লিখেছেন- ‘কঙ্গনা রনৌতের প্রতি আমার ব্যক্তিগত কোনো অনুরাগ নেই। কিন্তু, সমবেতভাবে যারা এই চড়কাণ্ড উদযাপন করছেন, আমি তাদের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছি না। এবং আমি এটাকে মোটেই সমর্থন করছি না।’