শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।

উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে সমাপ্ত হলো কুশুরা বাজার বণিক সমিতির নির্বাচন

মোঃ সালাউদ্দিন ধামরাই (ঢাকা) :
উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সমাপ্তি হলো ঐতিহ্যবাহী প্রাচীনতম কুশুরা বাজার বণিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪ইং। ২৫ ডিসেম্বর (বুধবার) দীর্ঘ ১৭ বছর পর ভোটারগণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত। ভোটাররা বলেন, বিগত বছর নির্বাচনের নামে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে তারা ক্ষমতার অপব্যবহার করেছে করেছেন। ভোটার ও প্রার্থীদের মধ্যে এক সম্প্রীতির বন্ধন দেখা যায়। বিগত দিনের গঞ্জনা বঞ্চনা ভুলে গিয়ে বাজারের উন্নয়নকল্পে সবাই বদ্ধপরিকর। তারা বলে বিগত দিনে একটি গুষ্টির কাছে বাজার জিম্মি ছিল। তারা শুধু নামমাত্র পদে ছিল যার কারণে বাজারের তেমন উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবের পর মানুষ তার অধিকার ফিরে পেয়েছে। এবং তার আশা করছেন নবনির্বাচিত কমিটি বাজার উন্নয়নকল্পে কাজ করে যাবে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, সহকারি প্রিজাইডিং অফিসার মোঃ ইব্রাহিম খন্দকার, আফসানা আক্তার রুমা, পোলিং অফিসার রাসেল আহমেদ, মোঃ মোশারফ হোসেন, আইন-শৃঙ্খলা দায়িত্বে ছিলেন, এস আই অমল রায়।
নির্বাচনে সভাপতি পদে মুহাম্মদ জহিরুল ইসলাম আনারস প্রতীকে ১৩৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোশারফ হোসেন চেয়ার প্রতিকে ১২২ভোট, সহ-সভাপতি পদে মোঃ রফিকুল ইসলাম মোরগ প্রতীকে ১৪৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলতাব হোসেন মাছ প্রতিকে ৯৪ ভোট, সাধারণ সম্পাদক পদে খন্দকার আব্দুল ওয়াহাব ফিরোজ দোয়াত কলম প্রতীকে ১৩৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফারুক হোসেন ফুটবল প্রতিকে ১১৭ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে রাম গোপাল সাহা গোলাপ ফুল প্রতিকে ১৪৯ ভোট,, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মেহেদী হাসান ঘোড়া প্রতীকে ৯৩ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর আলম তালা প্রতীকে ১৬১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শফিকুল ইসলাম বই প্রতীকে ৭৪ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ মাসুদ রানা কলসি প্রতীকে ১২৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নূর হোসেন ছাতা প্রতীকে ১১২ ভোট, ক্রিয়া ও সংস্কৃতি পদে মোঃ আলামিন ক্রিকেট ব্যাট প্রতীকে সর্বোচ্চ ১৬৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মামুন হোসেন কে মই প্রতীকে ৭২ ভোটে পরাজিত করে বিজয় লাভ করেন। বিজয়ীদের সাধারণ ভোটারগন ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এ সময় নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবে এটা স্বাভাবিক তবে আমরা সকল বিভেদ ভুলে সবাই মিলে বাজারের উন্নয়নকল্পে কাজ করব। এবং তিনি সর্বস্তরের জনগণকে কোন প্রকার উত্তেজিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত