শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।

ঈদে হাবিপ্রবিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন

প্রতিদিন ডেস্কঃ
ঈদ উপলক্ষে বিদেশি শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন। মঙ্গলবার (১৮ জুন) ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টায় হাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হলের বিদেশি শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

প্রতিবারের ন্যায় এবারো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিদেশ থেকে পড়তে আসা এসব শিক্ষার্থীদের জন্য দুপুরের বিশেষ খাবারের আয়োজন করা হয়। প্রায় শতাধিক শিক্ষার্থীকে দুপুরের খাবার খাওয়ানো হয়।খাবার হিসেবে ছিল পোলাও, মুরগির রোস্ট, খাসি, ডিম, ডাল, সবজি, মিষ্টি দই এবং কোমল পানীয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যেগে খুশি হয়েছেন বিদেশ থেকে পড়তে আসা এসব শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন ঈদের দিনে পরিবার থেকে দূরে থাকায় মনটা খারাপ হয়ে যায়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সেই অভাব অনেকটা পূরণ করেছে।

সন্তুষ্ট প্রকাশ করে সোমালিয়া থেকে পড়তে আসা ১৭ ব্যাচের এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আলী ইব্রাহিম বলেন, ঈদ উপলক্ষে হল কর্তৃপক্ষের আয়োজনে দুপুরের খাবার অনেক ভালো ছিল। খাবারে সুস্বাদু বিরিয়ানি, মুরগির মাংস, খাসির মাংস, দই এবং কোমল পানীয় ছিল। এত খাবারের আয়োজনে মনে হচ্ছিল যেনো নিজ বাড়িতে বসে খাবার খাচ্ছি। আসলে ইন্টারন্যাশনাল হলে আমরা যারা থাকি আমরা সবাই একটা পরিবারই। হল কর্তৃপক্ষ যেনো এই পরিবারে আজ একটি অন্যরকম মিলনমেলা সৃষ্টি করেছিল। এমন সুন্দর আয়োজনে আমরা শিক্ষার্থীরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

শিক্ষার্থীদের জন্য এমন ব্যতিক্রম আয়োজন সম্পর্কে জানতে চাইলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. জামাল উদ্দিন বলেন, বিদেশ থেকে পড়তে আসা শিক্ষার্থীরা যেনো ঈদের মতো উৎসবমুখর দিনে একাকীত্ব অনুভব না করে সেজন্য মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর ড. এম কামরুজ্জামান আমাদের সার্বক্ষণিক দিকনির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় হল প্রশাসন আজকে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেছে। হাবিপ্রবি প্রশাসন সবসময়ই বিদেশি শিক্ষার্থীদের জন্য ইতিবাচক কাজ করার চেষ্টা করে।

এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. মাহাবুব হোসেন বলেন, ঈদের দিনে আমরা সবাই পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করি, আনন্দ করি। কিন্তু বিদেশ থেকে পড়তে আসা শিক্ষার্থীরা তারা তাদের পরিবারের লোকজনকে কাছে পায় না। তারা যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যতম সদস্য তাই আমরা চেষ্টা করেছি তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। ঈদ আনন্দ ভাগাভাগিরই একটি অংশ ছিল আজকের দুপুরের খাবার আয়োজন।

উল্লেখ্য, ভারত, নেপাল, ভুটান, নাইজেরিয়া, সোমালিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ১২০ জন শিক্ষার্থী হাবিপ্রবিতে পড়াশোনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত