রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সারাদেশে ‘কমপ্লিট শাটডাউনে’ সমর্থন জানিয়েছে বিএনপি। বুধবার (১৭ জুলাই) রাত ১০টা ১০ মিনিটে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
তিনি বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। এতে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে সারাদেশের বিএনপির নেতাকর্মীদের শিক্ষার্থীদের আন্দোলনে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।
এর আগে বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়।